২০২৫ সালে বাংলাদেশের স্মার্টফোন বাজারে ব্যাপক প্রতিযোগিতা চলছে। আর এই প্রতিযোগিতায় মূলত লাভবান হচ্ছেন ক্রেতারাই। কারণ মোবাইল নির্মাণকারী কোম্পানিগুলো কম দামে ক্রেতাদের সেরা ফিচারগুলো দিয়ে মোবাইলের এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে চাচ্ছে। ১০-১২ হাজার টাকার ভিতরের এই ফোনগুলোতে খুব সহজেই আপনি চাইলে ইন্টারনেট ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখার পাশাপাশি হালকা গেমিং ও করতে পারবেন। চলুন বাংলাদেশের সেরা বাজেট ফোন ২০২৫ এর ফিচারগুলোর সাথে পরিচিত হই।
১. Itel P40 দাম (প্রায় ৯,৯৯০৳)
আপনি কি এমন একটা ফোন চালাতে চান যেটার চার্জ সহজে শেষ হবে না? এক চার্জে নরমাল ইউজে অনায়াসে দুইদিন পার করে দেওয়া যাবে এই Itel এর P40 সিরিজের ফোনটি দিয়ে। সাথে এত কম দামে এত বড় RAM খুব কমই কোম্পানিই অফার করে থাকে। এক নজরে দেখে নিন বাজেট ফোন ২০২৫ Itel P40 এর সকল আকর্ষণীয় ফিচারসমূহ:
স্ক্রিন: ৬.৬ ইঞ্চির বড় HD+ IPS ডিসপ্লে, যা ভিডিও দেখা বা ওয়েব ব্রাউজিংয়ে চোখের আরাম নিশ্চিত করে।
প্রসেসর: Unisoc SC9863A, যা মাল্টিটাস্কিং ও লাইট গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো।
RAM ও Storage: ৪GB RAM ও ৬৪GB স্টোরেজ, এটি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী যথেষ্ট।
ক্যামেরা: পিছনে ১৩MP প্রাইমারি ও সহকারী ক্যামেরা এবং সামনে ৫MP ক্যামেরা, সাধারণ ছবি তোলার জন্য উপযোগী।
ব্যাটারি: বিশাল ৬০০০mAh ব্যাটারি, যা একবার চার্জে ১.৫-২ দিন ব্যবহারযোগ্য।
অপারেটিং সিস্টেম: Android 12 Go Edition, হালকা ও ফাস্ট পারফরম্যান্সের জন্য উপযুক্ত।

২. Realme Narzo 50i Prime দাম (প্রায় ৯,৫০০ টাকা)
আপনার চাহিদা যদি হয় একটি Gaming Phone Under 10k Budget তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে Realme Narzo 50i Prime ফোনটি। এতে আপনি প্লে স্টোরের মিডিয়াম হেভি গেমগুলোকে মোটামুটি স্মুথ ভাবেই খেলতে পারবেন। এক ঝলকে এই বাজেট ফোন ২০২৫ এর গুরুত্বপূর্ণ ফিচারগুলো দেখে নিন।
ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে, যা ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতাকে উন্নত করে।
প্রসেসর: শক্তিশালী Unisoc T612 চিপসেট, যা এই বাজেটের মধ্যে গেমিং ও মাল্টিটাস্কিং পারফরম্যান্সে বেশ ভালো।
RAM ও Storage: ৩GB RAM এবং ৩২GB ROM, প্রয়োজন হলে microSD কার্ডের মাধ্যমে বাড়ানো যায়।
ক্যামেরা: ৮MP রিয়ার ক্যামেরা ও ৫MP ফ্রন্ট ক্যামেরা, ক্যাজুয়াল ছবি তোলার জন্য মানসম্পন্ন।
ব্যাটারি: ৫০০০mAh ব্যাটারি, যা সারাদিনের ব্যবহার নিশ্চিত করে।
অপারেটিং সিস্টেম : Android 11 (Realme UI Go Edition)।

৩. Tecno Pop 7 Pro দাম (৯,৯৯০৳)
স্টুডেন্ট অথবা যারা স্টাইলিশ ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি একটি আদর্শ চয়েস। দশ হাজার টাকার বাজেটের ফোন হলেও এতে আপনি সোশ্যাল মিডিয়া চালানোর পাশাপাশি টুকটাক গেমিং ও করতে পারবেন। তবে এই ফোনটির মূল বৈশিষ্ট্য এর আউটলুক আর চমৎকার হ্যান্ডফিল। এই ফোনটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো দেখে নিন।
ডিসপ্লে: ৬.৫৬ ইঞ্চির HD+ স্ক্রিন, দৈনন্দিন ব্যবহারে বড় স্ক্রিনের অভিজ্ঞতা দেয়।
প্রসেসর: MediaTek Helio A22, সাধারণ কাজ ও মিডিয়া কনজাম্পশনের জন্য উপযুক্ত।
RAM ও Storage: ৩GB RAM ও ৬৪GB স্টোরেজ—লাইট ইউজারদের জন্য যথেষ্ট।
ক্যামেরা: ১৩MP রিয়ার ক্যামেরা ও ৫MP ফ্রন্ট ক্যামেরা—সাধারণ ছবি ও ভিডিও কলের জন্য ভালো।
ব্যাটারি: ৫০০০mAh ব্যাটারি, দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করে।
অপারেটিং সিস্টেম: Android 12।

৪. Walton Primo R10 দাম (১০,০০০৳)
আপনি যদি দেশীয় পণ্য ব্যবহারে বেশি আগ্রহী হয়ে থাকেন তাহলে ১০ হাজার টাকার ভিতরে আপনার জন্য বাজারের সেরা ফোনটি হতে পারে Walton Primo R10। এছাড়াও আপনি যদি এমন একটি ফোন চান যেটির RAM আপনার চাহিদা অনুযায়ী এক্সটেন্ড করতে পারবেন, তাহলে Walton কোম্পানির এই ফোনটি আপনাকে দেবে সেই সুবিধা। এই ফোনের রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার।
ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি HD+ ডিসপ্লে, যা মিডিয়া কনজাম্পশনকে করে আরও প্রাণবন্ত।
প্রসেসর: ১.৮ গিগাহার্টজ অক্টা-কোর চিপসেট, ডেইলি টাস্কে ভালো পারফরম্যান্স দেয়।
RAM ও Storage: ৪GB RAM ও ৬৪GB স্টোরেজ—একাধিক অ্যাপ একসঙ্গে চালানোর জন্য যথেষ্ট।
ক্যামেরা: ১৩MP + ২MP রিয়ার ক্যামেরা ও ৮MP ফ্রন্ট ক্যামেরা—ডেটটাইম ফটোগ্রাফির জন্য বেশ ভালো।
ব্যাটারি: ৫০০০mAh ব্যাটারি—একদিনের বেশি ব্যবহার উপযোগী।
অপারেটিং সিস্টেম : Android 11।

৫. Symphony Z55 দাম (৮,৭৯০৳)
আপনার বাজেট যদি একদমই কম হয় কিন্তু আপনি ফিচারের ক্ষেত্রে সেক্রিফাইস করতে রাজি না হন, তাহলে আপনার জন্য Symphony নিয়ে এসেছে এই ফোনটি। কেনার আগে এক নজরে দেখে নিতে পারেন এই ফোনটির আকর্ষণীয় কিছু ফিচার।
ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি HD+ ডিসপ্লে—ভিডিও দেখা ও সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে আরামদায়ক।
প্রসেসর: ১.৬ গিগাহার্টজ অক্টা-কোর চিপসেট—সাধারণ ব্যবহারে ভালো পারফরম্যান্স দেবে।
RAM ও Storage: ৩GB RAM ও ৩২GB ROM—ডেইলি ইউজের জন্য যথেষ্ট।
ক্যামেরা: ১৩MP প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫MP ফ্রন্ট—লাইট ফটোগ্রাফির জন্য ভালো।
ব্যাটারি: ৫০০০mAh—দীর্ঘসময় ফোন চালু রাখে।
অপারেটিং সিস্টেম : Android 11।

আমরা মার্কেট বিশ্লেষণ করে আপনাদের জন্য এই ফোনগুলো খুঁজে বের করেছি। ১০ হাজার টাকার ভিতরে বাজারে দাম অনুযায়ী সবচেয়ে সেরা পারফরম্যান্স এবং ফিচার প্রদান করছে এই ফোনগুলো। এই ফোনগুলো কেনার আগে ইউটিউবে এই ফোনগুলোর কিছু রিভিউ এবং লাইভ পারফরম্যান্স দেখে নেওয়ার পরামর্শ রইল।
Read More : Microsoft AI প্রযুক্তি নাকি যুদ্ধের হাতিহার!